Miss Universe 2024: মিস ইউনিভার্সের মঞ্চে ডেনমার্কের প্রথম জয়, কোথায় শেষ করল ভারত?

১২৫ জন প্রতিযোগীকে টোপকে মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে নিয়েছেন ডেনমার্কের ভিক্টোরিয়া। মিস ইউনিভার্সের মঞ্চে ডেনমার্কের এটি ছিল প্রথম জয়।

Winner of Miss Universe 2024 (Photo Credits: X)

Miss Universe 2024: ২১ বছরের ভিক্টোরিয়া কেজার থিলভিগের মাথায় উঠল 'মিস ইউনিভার্স ২০২৪'-এর খেতাব। ১২৫ জন প্রতিযোগীকে টোপকে মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে নিয়েছেন ডেনমার্কের ভিক্টোরিয়া (Victoria Kjaer Theilvig)। মিস ইউনিভার্সের মঞ্চে ডেনমার্কের এটি ছিল প্রথম জয়। ভিক্টোরিয়ার হাত ধরে ডেনমার্কের (Denmark) মুকুটে নয়া পালক জুড়ল। মেক্সিকো সিটির এরিনা সিডিএমএক্সে বসেছিল ৭৩'তম মিস ইউনিভার্সের আসর। প্রথম রানার আপ হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্ডা বেল্টরান। দ্বিতীয় রানার আপ হন নাইজেরিয়ার সিনদিমা আদেতশিনা। প্রথম পাঁচের মধ্যে ছিলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেজ। ৭৩'তম মিস ইউনিভার্সে ভারত থেকে অংশ নিয়েছিলেন জয়পুরের রিয়া সিংহ (Rhea Singha)। সেরা ৩০-এর মধ্যে নিজের জায়গা করে নিয়েছিলেন রিয়া।

ডেনমার্কের মুকুটে নয়া পালক... 

 

View this post on Instagram

 

A post shared by Miss Universe (@missuniverse)