ICC World Cup 2023 Final: প্য়ালেস্টাইন সমর্থকের বিশ্বকাপ ফাইনালে মাঠে অনধিকার প্রবেশ, শাস্তিতে আপাতত একদিনের জেল
এদিন ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এক যুবক মাঠের নিরাপত্তা বেষ্টনী ভঙ্গ করে ছুটে গিয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরার চেষ্টা করে। ইজরায়েল-হামাসের যুদ্ধ বন্ধ এবং প্যালেস্তাইনকে মুক্ত করার দাবি নিয়ে ওই যুবক এসেছিলেন বলে জানা যাচ্ছে।
রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসেছিল বিশ্বকাপের আসর (ICC World Cup 2023 Final)। গ্যালারিতে বসে লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীদের তখন একটাই আকাঙ্ক্ষা বিশ্বকাপের সোনালী ট্রফি উঠবে ভারতের হাতে। ম্যাচ শেষে পরিণতি অন্য হলেও এদিন ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এক যুবক মাঠের নিরাপত্তা বেষ্টনী ভঙ্গ করে ছুটে গিয়ে বিরাট কোহলিকে (Virat Kohli) জড়িয়ে ধরে। ইজরায়েল-হামাসের যুদ্ধ বন্ধ এবং প্যালেস্তাইনকে মুক্ত করার দাবি নিয়ে ওই যুবক এসেছিলেন বলে জানা যাচ্ছে। নিরপত্তারক্ষীরা এসে যুবককে ধরে নিয়ে যায়। আদালতে পেশ করা হলে যুবককে আগামীকাল ২১ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত জেলে রাখার নির্দেশ দিয়েছে বিচারপতি।
ধৃত যুবক...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)