Jawaharlal Nehru birth anniversary: 'পন্ডিত নেহেরু - আধুনিক ভারতের নির্মাতা' নেহেরুর জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের

পন্ডিত নেহেরু - আধুনিক ভারতের নির্মাতা।তাঁর অসামান্য অবদান ছাড়া ২১ শতকের ভারত কল্পনা করা যায় না।- শ্রদ্ধা জানিয়ে বললেন মল্লিকার্জুন খাড়গে

১৮৮৯ সালে ১৪ নভেম্বর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন জওহরলাল নেহরু। ১৯৪৭ সালের ১৫ অগস্ট দেশ স্বাধীন হওয়ার পর তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী হন। তাঁর জন্মদিনটি দেশে শিশু দিবস হিসেবে পালিত হয়। শিশুদের প্রতি তাঁর ভালোবাসা ও স্নেহের কারণে তাঁকে চাচা নেহরু বলে সম্বোধন করা হয়। নেহেরুর জন্মদিনে তাঁর সমাধিস্থল দিল্লির শান্তিবনে শ্রদ্ধা জানান নব নির্বাচিত জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন-

পন্ডিত নেহেরু - আধুনিক ভারতের নির্মাতা।তাঁর অসামান্য অবদান ছাড়া ২১ শতকের ভারত কল্পনা করা যায় না। তিনি ছিলেন গণতন্ত্রের একজন চ্যাম্পিয়ন, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তার প্রগতিশীল চিন্তা ভারতের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়েছিল।একজন প্রকৃত দেশপ্রেমিককে আমার বিনম্র শ্রদ্ধা।

 ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকেও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানাতে দেখা যায় শান্তি বনে।