Ira Khan and Nupur Shikhare: স্যান্ডো গেঞ্জি আর শর্টসে রেজিস্ট্রির পর উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং, সপরিবারে বিমানবন্দরে নূপুর-আয়রা, দেখুন
আইনি বিয়ের পর ৮ জানুয়ারি উদয়পুরে গিয়ে জাঁকজমক করে গাঁটছড়া বাঁধবেন আয়রা-নূপুর। ১৩ জানুয়ারি মুম্বইয়ে আয়োজিত হবে তাঁদের রিসেপশন। আর সেখানেই আমিরের ইন্ডাস্ট্রির বন্ধুরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।
বুধবার ৩ জানুয়ারি মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে আইনি বিয়ে আসেন আমির কন্যা আয়রা খান ও তাঁর দীর্ঘ দিনের প্রেমিক নূপুর শিখরে (Ira Khan and Nupur Shikhare)। পেশায় ফিটনেস প্রশিক্ষক নূপুরের রেজিস্ট্রি অনুষ্ঠানের পোশাক ঘিরে নেটমহলে চলেছে বেজায় রসিকতা। স্যান্ডো গেঞ্জি আর শর্টস পরে প্রেমিকা আয়রার সঙ্গে রেজিস্ট্রি পেপারে স্বাক্ষর করেছিলেন নূপুর। আইনি বিয়ের পর ৮ জানুয়ারি উদয়পুরে গিয়ে জাঁকজমক করে গাঁটছড়া বাঁধবেন আয়রা-নূপুর। ১৩ জানুয়ারি মুম্বইয়ে আয়োজিত হবে তাঁদের রিসেপশন। আর সেখানেই আমিরের (Aamir Khan) ইন্ডাস্ট্রির বন্ধুরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। আজ শুক্রবার সপরিবারে উদয়পুরের (Udaipur) উদ্দেশ্যে রওনা দিলেন নবদম্পতি। উদয়পুর বিমানবন্দরে (Udaipur Airport) স্বামী নূপুরের হাত ধরে ক্যামেরাবন্দি হন আয়রা।
আরও পড়ুনঃ লন্ডনে আইসস্কেটিং অনন্যা-আদিত্যর, চুপিচুপি ক্যামেরাবন্দি যুগল
উদয়পুর বিমানবন্দরে আয়না-নূপুর...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)