Hooghly Flood Situation: বানভাসি হুগলি, DVC-র জল ছাড়ার পরে জলে ভাসছে বাংলার বিস্তীর্ণ এলাকা

ডিভিসি প্রকল্প থেকে জল ছাড়ার পরে হুগলি জেলার কিছু অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

Hooghly Flood (Photo Credit: X)

কলকাতা: বানভাসি হুগলি (Hooghly)। জলে ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকা। ডিভিসি প্রকল্প (DVC Project) থেকে জল ছাড়ার পরে হুগলি জেলার কিছু অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কিছু বাড়িতে জল ঢুকে গিয়েছে, জলবন্দি হয়ে পড়েছেন অনেক মানুষজন। ইতিমধ্যে গ্রামবাসীদের সঙ্গে দেখা করে কথাবার্তা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দোপাধ্যায় অবশ্য বাংলার বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রী সরকারকেই দায়ী করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, ডিভিসির জল ছাড়ার কারণেই বন্যার কবলে পড়েছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। মুখ্যমন্ত্রী এটিকে ‘ম্যান মেড বন্যা’ বলে অভিহিত করেন। দেখুন-