Jammu and Kashmir: শ্রীনগরে মলের বেসমেন্টে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, চলছে অগ্নি নির্বাপনের কাজ
দিওয়ালির দিন উপত্যকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা যাচ্ছে, শ্রীনগরের গোগজি বাগ এলাকার অমর সিং কলেজ এলাকায় অবস্থিত টাউন স্কোয়ার মলের বেসমেন্ট এদিন দুপুরে আচমকাই আগুন লাগে।
দিওয়ালির দিন উপত্যকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা যাচ্ছে, শ্রীনগরের (Srinagar) গোগজি বাগ এলাকার অমর সিং কলেজ এলাকায় অবস্থিত টাউন স্কোয়ার মলের বেসমেন্ট এদিন দুপুরে আচমকাই আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। চলছে অগ্নি নির্বাপনের কাজ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে শট সার্কিটের কারণেই এদিন আগুন লাগে। শপিং মলের কর্মী, ক্রেতারাই প্রথম আগুন দেখতে পায়। তারপর তাঁরাই স্থানীয় প্রশাসনকে জানায়। এরপর ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে দমকলের ইঞ্জিন। কয়েকঘন্টার মধ্যে অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।