Sandeshkhali Violence: শেষ দফার ভোটের দিন সন্দেশখালিতে পুলিশের উপর হামলার অভিযোগে গেফতার ১২ জন

শেষ দফার ভোটের দিন দফায় দফায় সন্দেশখালিতে সংঘর্ষে জড়িয়ে পড়লেন তৃণমূল এবং বিজেপির কর্মী-সমর্থকেরা।

Twelve Arrests (Photo Credit: X)

কলকাতা: সপ্তম দফা ভোটের দিন দফায় দফায় সন্দেশখালিতে সংঘর্ষে জড়িয়ে পড়লেন তৃণমূল এবং বিজেপির কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। এরই মধ্যে পুলিশের ওপর হামলায় এক পুলিশ কর্মকর্তার মাথা ফাটে। ভোটের পরদিন রবিবারও গ্রামের মহিলারা ঝাঁটা, লাঠি, বাঁশ হাতে ফের রাস্তায় নেমে 'রণংদেহী' মূর্তি ধারণ করে ৷ পুলিশ ও ব়্যাফের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তিত হয় গ্রামবাসীর। পুলিশের গাড়ি থেকে আটক হওয়া এক গ্রামবাসীকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগও ওঠে। পুলিশ এখনও পর্যন্ত মোট বারোজনকে গ্রেফতার করেছে। সন্দেহভাজনদের বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হবে।