Kuno Nambian Cheetah: কুনো জাতীয় উদ্যানে নামিবিয়ান চিতা মৃত্যু নিয়ে বড় দাবি

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আফ্রিকার দেশ নামিবিয়া থেকে আনা একটি চিতাবাঘের মৃত্য়ু হল।

Cheetah, Representational Image (Photo Credit: Pixabay)

Kuno Nambian Cheetah: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আফ্রিকার দেশ নামিবিয়া থেকে আনা একটি চিতাবাঘের মৃত্য়ু হল। নবহ (Nabha) ৮ বছরের সেই চিতাটি শনিবার সকালে মারা যায় বলে প্রজেক্ট ডিরেক্টর উত্তম শর্মা জাানন। সরকারি ঘোষণায় জানানো হয়েছে, কুনো জাতীয় উদ্যানে নবহ নামের চিতাটি সপ্তাহখানেক আগে জখম হয়েছিল। খুব সম্ভবত নিজের জায়গা ছেড়ে বেরিয়ে শিকার করতে যাওয়ার সময় সেই মহিলা চিতাটি কোনও কিছুতে বড় আঘাত পেয়েছিল। হাড়ের চিড় ধরার পাশাপাশি চিতাটির আরও কিছু জায়গায় জখম হয়েছিল। এক সপ্তাহ চিকিতসার পর চিতাটি জখমের কারণে মারা যায়।

সাধারণত নামিবিয়ান চিতারা গড়ে ১০ থেকে ১২ বছর বাঁচেন। তবে কোনও কোনওক্ষেত্রে তাদের গড় আয়ু ৮ বছরও হয়।

নামিবিয়া থেকে কুনোয় আনা চিতার মৃত্য়ু

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement