Mocha Update: শক্তি বাড়িয়ে আরও তীব্র হচ্ছে ঘূর্ণিঝড় মোকা, রবিবার দুপুরে আছড়ে পড়ার সম্ভাবনা জানাল হাওয়া অফিস

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দুপুরে বাংলাদেশ ও মায়ানমারের উপরে আছড়ে পড়ে পারে এই ঘূর্ণিঝড়। সেই সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।

IMD On Cyclone Mocha Photo Credit: Twitter@Latestly

ইয়েমেনের লোহিত সাগরের বন্দর নগরীর নামানুসারে ঘূর্ণিঝড় মোকা শুক্রবার আরও তীব্র হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে তা উত্তর দিকে, বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে।  মায়ানমারের বন্দর নগর সিত্তওয়ের নিকটবর্তী কক্সবাজার এবং কিয়াউকপিউয়ের মধ্যে রবিবার ল্যান্ডফলের জন্য উত্তর-উত্তরপূর্ব দিকে পুনরায় অভিমুখ ঘুড়ে গেছে তার। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দুপুরে বাংলাদেশ ও মায়ানমারের উপরে আছড়ে পড়ে পারে এই ঘূর্ণিঝড়। সেই সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার।