Meghalaya: মেঘালয়ে দুই বিধায়ককেই মন্ত্রী চায় কিংমেকার বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগাব়্যালি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বড় জনসভারে পরেও মেঘালয়ে সব আসনে লড়ে বিজেপি জিতেছে মাত্র দুটিতে।

অমিত শাহ (Photo Credits: ANI)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগাব়্যালি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বড় জনসভারে পরেও মেঘালয়ে সব আসনে লড়ে বিজেপি জিতেছে মাত্র দুটিতে। কিন্তু ভোটের ফলের পর এমন পরিস্থিতি মাত্র দুটি আসনে জিতেই কিংমেকারের ভূমিকায় বিজেপি। ২৬টি আসনে জেতা এনপিপি-র কনরাড সাংমাকে মুখ্যমন্ত্রীর আসনে ফিরতে হলে বিজেপি-র সমর্থন লাগবে। আর সেই সুযোগে মেঘালয়ের বিজেপি-র দাবি কনরাডের মন্ত্রিসভায় তাদের দলের দুই বিধায়কেই জায়গা দিতে হবে। সঙ্গে গুরুত্বপূর্ণ মন্ত্রকও দাবি করেছেন মেঘালয় বিজেপি-র প্রধান এরনেস্ট মাওরি।

আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী কনরাড সাংমার শপথহগ্রহণে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরও পড়ুন-তুনিশা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় ২ মাস পর জেলের বাইরে অভিনেতা শিজান খান

দেখুন টুইট