Loksabha Election 2024: ভোট না দিলে অ্যাকাউন্ট থেকে ৩৫০ টাকা কাটবে ব্যাঙ্ক? জানুন সত্যি
লোকসভা নির্বাচনের (Loksabha Election) দামামা বেজে গিয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। এপ্রিল মাস থেকে শুরু হবে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। ভোট উপলক্ষ্যে গোটা দেশ জুড়ে জোর কদমে তোড়জোড় শুরু হয়েছে। ভোট নিয়ে যখন রাজনৈতিক দলগুলির ব্যস্ততা তুঙ্গে, সেই সময় একটি ভুয়ো রিপোর্টের জেরে গুঞ্জন শুরু হয়। যে রিপোর্টে দাবি করা হয়, এবারের নির্বাচনে ভোট না দিলে, সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৫০ টাকা কাটা হবে। নির্বাচন কমিশন এই দাবি করেছে বলে যখন ভুয়ো রিপোর্টের চর্চা হু হু করে শুরু হয়, সেই সময় প্রকাশ্যে এল সত্যতা। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়, ভোট না দিলে অ্যাকাউন্ট থেকে ৩৫০ টাকা কাটা যাবে বলে যে রিপোর্টে ছড়িয়েছে, ,তা সম্পূর্ণ মিথ্যে। ওই খবরের কোনও সত্যতা নেই বলে স্পষ্ট জানানো হয় নির্বাচন কমিশনের তরফে।
দেখুন ট্যুইট...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)