Kerala Rain Update: কেরালায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস,কমলা ও হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায়

Rain Alert on Kerala Photo Credit: Twitter@airnewsalerts

কেরালায় বর্ষা ঢুকে গেলেও গত কয়েকদিনে কিছুটা বৃষ্টিপাত কমে যাওয়ার পরে আবার নতুন করে ভারী বৃষ্টিপাতের আভাস দিল ভারতের আবহাওয়া বিভাগ (IMD)। আগামী ২১ ও ২২ জুনের মধ্যে কেরালায় বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আই এম ডি। আইএমডি-র বিজ্ঞপ্তি অনুসারে মঙ্গলবার ২১ জুনের জন্য তিনটি উত্তর কেরালার মালাপ্পুরম, কোঝিকোড এবং কান্নুর জেলায় একটি কমলা সতর্কতা জারি করেছে এবং অন্য ছয়টি জেলাতেও হলুদ সতর্কতা জারি করেছে।২২ জুনের জন্য মালাপ্পুরম, কোঝিকোড়, কান্নুর এবং কাসারাগোডে  কমলা সতর্কতা এবং রাজ্যের অন্যান্য আটটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া বিভাগের তরফে কেরালায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা আসার পরে ২১০জন কর্মী নিয়ে গঠিত ৭ টি জাতীয় বিপর্যয় মোকাবিলা (NDRF) টিম উদ্ধার ও ত্রাণকার্যের তৎপরতার জন্য ইতিমধ্যেই রওনা হয়েছে।