Kerala: ব্যক্তিগত খামারে আফ্রিকান সোয়াইন ফিভারের রিপোর্ট, সতর্কতায় তিনটি খামারে শূকর মারার নির্দেশ প্রশাসনের

African swine fever Report in Kerala (Photo Credit: X@PDChina)

কেরালায় কান্নুর জেলা কর্তৃপক্ষ নেলিওডিতে অবস্থিত তিনটি খামারে শূকর মারার নির্দেশ দিয়েছে। সম্প্রতি এই অঞ্চলের একটি ব্যক্তিগত খামারে আফ্রিকান সোয়াইন ফিভারের রিপোর্ট হওয়ার পরেই এই নির্দেশ এসেছে প্রশাসনের তরফে। এছাড়া উল্লেখিত ওই খামারের চারপাশের এক কিলোমিটার ব্যাসার্ধকে প্রভাবিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে, এবং খামারের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে নজরদারি অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে। আক্রান্ত এলাকায় সোয়াইন মাংসের পণ্য বিতরণ ও বিক্রিও তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।