Karnataka: জামিয়া মসজিদ আগে ছিল মন্দির! পুজো করার অনুমতি চেয়ে স্মারকলিপি

কর্ণাটকের মান্ডিয়ায় জামিয়া মসজিদ আগে আসলে হিন্দুদের মন্দির ছিল। তাই সেখানে পুজোর করার অনমুতি দিতে হবে বলে হিন্দুত্ববাদী কিছু সংগঠন আন্দোলন শুরু করলেন।

Students wearing Hijabs and Saffron Shawals in College Campus (Photo Credits: IANS)

কর্ণাটকের মান্ডিয়ায় জামিয়া মসজিদ আগে আসলে হিন্দুদের মন্দির ছিল। তাই সেখানে পুজোর করার অনমুতি দিতে হবে বলে হিন্দুত্ববাদী কিছু সংগঠন আন্দোলন শুরু করলেন। জামিয়া মসজিদে পুজো করার অনমুতি চেয়ে মান্ডিয়ার ডেপুটি কমিশনারের কাছে স্মারকলিপিও জমা দিলেন আন্দোলনকারীরা। দাবি, এখানে মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে। আরও পড়ুন:Gyanvapi Masjid: জ্ঞানব্যাপী মসজিদের কুয়োতে মিলল শিবলিঙ্গ, দেখুন ভিডিও

দেখুন টুইট