Bihar JDU: বিহারে প্রার্থী ঘোষণা নীতীশের, আসন কমার আশঙ্কা থাকছেই

ভোটের আগে INDIA-ছেড়ে NDA-তে ফিরেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি প্রধান নীতীশ কুমার। এনডিএ-তে ফিরে এবার লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে সমঝোতায় রাজ্যের ৪০টি-র মধ্যে ১৬টি আসনে লড়বে জনতা দল ইউনাইটেড।

Nitish Kumar apologise Photo Credit: Twitter@ANI

ভোটের আগে INDIA-ছেড়ে NDA-তে ফিরেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি প্রধান নীতীশ কুমার। এনডিএ-তে ফিরে এবার লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে সমঝোতায় রাজ্যের ৪০টি-র মধ্যে ১৬টি আসনে লড়বে জনতা দল ইউনাইটেড। সেখানে বিজেপি লড়বে ১৭টি, এলজেপি ৫টি আসনে। গত লোকসভায় বিহারে ১৭টি-তে লড়ে ১৬টি আসনে জিতেছিল নীতীশ কুমারের দল। এবার জেডি (ইউ) তাদের গতবারের জেতা ১৬টি আসনে প্রার্থী দিল। রবিবার বিহারের সেই ১৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল জনতা দল ইউনাইটেড। নীতীশের পর দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা লালন সিং দাঁড়ালেন মুঙ্গের থেকে। গত লোকসভায় তিনি বড় ব্যবধানে হারিয়েছিলেন কংগ্রেসের নীলম দেবীকে। আরজেডি থেকে সম্প্রতি জেডি (ইউ)তে আসা লাভলি আনন্দ প্রার্থী হলেন শেওহার কেন্দ্র থেকে।

বারবার শিবির বদল করায় নীতীশ কুমারের ওপর ভোটারদের আস্থা টলেছে। তাই তাদের পক্ষে গতবারের মত ১৬টি আসনে জেতা সম্ভব হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে বেশ হেভিওয়েট প্রার্থীই দিয়েছেন নীতীশ।

দেখুন খবরটি

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif