Jammu And Kashmir Assembly Video: জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর প্রস্তাব পাশ, উত্তাল বিধানসভা থেকে ঠেলে বের করে দেওয়া হল বিধায়ককে, দেখুন ভিডিয়ো
ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) বিধানসভা। অধিবেশন শুরু হলে তৃতীয় দিনেও উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্ত্বর। ৩৭০ ধারা ফেরাতে চেয়ে যে প্রস্তাব পাশ হয় জম্মু কাশ্মীর বিধানসভায়, তার জেরেই তুমুল হইহট্টগোল শুরু হয়। বুধবার থেকে বৃহস্পতিবার, তারপর শুক্রবারও একই ইস্যুতে উত্তাল হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। শুক্রবার অধিবেশন শুরু হলে বারামুলার বিধায়ক শেখ আবদুল রশিদের ভাই বিধায়ক খুরশিদ আহমেদ শেখকে মার্শাল দিয়ে বিধানসভা থেকে বের করে দেওয়া হয়। বৃহস্পতিবার যেমন জম্মু কাশ্মীর বিধানসভা ৩৭০ ধারা ফেরানোর প্রস্তাব পাশে উত্তাল হয়ে ওঠে, শুক্রবারও অব্যাহত রইল সেই একই ধারা। ৩৭০ ধারা ফেরানোর প্রস্তাব বিধানসভায় পাশ হতেই বিজেপি এবং ন্যাশানাল কনফারেন্সের বিধায়কদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত একইভাবে অধিবেশন চলাকালীন উত্তাল হয়ে ওঠে জম্মু কাশ্মীরের বিধানসভা কক্ষ।
দেখুন জম্মু কাশ্মীর বিধানসভায় শুক্রবার কী হল...