J&K: ফের জম্মু কাশ্মীরে গুলিরযুদ্ধ, জঙ্গি নিধনে প্রাণ গেল এক জওয়ানের

পাকিস্তানি জঙ্গি হানাদারিতে পাঁচ জওয়ান আহত হন। তাঁদের দ্রুত সেখান থেকে উদ্ধার করা চিকিৎসার জন্যে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে এক সেনার।

প্রতীকী ছবি (Photo Credit: X)

ফের জম্মু কাশ্মীরে (J&K) চলল গুলিরযুদ্ধ। শনিবার সকাল সকাল পাক জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে প্রাণ গেল এক জওয়ানের। আহত হয়েছেন চার সেনা। ভয়ঙ্কর গুলিযুদ্ধে ওক জঙ্গিকে খতম করেছেন জওয়ানরা। ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তারা জানাচ্ছেন, কারমারি এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযানের সময়ে গোলাগুলি শুরু হয়। পাকিস্তানি জঙ্গি হানাদারিতে পাঁচ জওয়ান আহত হন। তাঁদের দ্রুত সেখান থেকে উদ্ধার করা চিকিৎসার জন্যে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে এক সেনার। আহতদের মধ্যে একজন মেজর পদমর্যাদার অফিসার। জঙ্গিরা অত্যন্ত প্রশিক্ষিত এবং তাঁদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিলপ বলে জানা যাচ্ছে।

গুলিযুদ্ধে নিহত জওয়ান... 

নিকেশ এক জঙ্গি...