Army Jawan Killed In Poonch: ল্যান্ডমাইন বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীর, নিহত বীর জওয়ান

Indian Army Jawan Killed (Photo Credit: X)

ফের বিস্ফোরণ কাশ্মীরে (Jammu And Kashmir)। এবার পুঞ্চের (Poonch) কৃষ্ণঘাঁটি সেক্টরে ল্যান্ডমাইন বিস্ফোরণ (Landmine Blast) হয়। আর সেই ল্যান্ডমাইন বিস্ফোরণের জেরে এক সেনা জওয়ানের নিহত হওয়ার খবর মেলে। শুক্রবার পুঞ্চের এলওসির কাছে অর্থাৎ কৃষ্ণঘাঁটি সেক্টরে বিস্ফোরণ হয়। তার জেরেই  সেনা জওয়ানের মৃত্যু হয় বলে জানা যায়। অগ্নিবীর জওয়ান ললিত কুমারের মৃত্যু হয় কৃষ্ণঘাঁটি সেক্টরে ল্যান্ডমাইন বিস্ফোরণের জেরে। সেই সঙ্গে আরও ২ জনের আহত হওয়ার খবর মেলে। প্রসঙ্গত পহেলগাম হামলার পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের সমস্ত ধরনের সম্পর্ক বাতিল করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে যেমন সিন্ধু চুক্তি স্থগিত করা হয়েছে, তেমনি সীমান্ত দিয়ে যাতায়াতও বন্ধ। কোনও পাকিস্তানি অভিনেতাও ভারতে আসতে পারবেন না। ভারতের কোনও অ্যাপ বা সাইটে পাক তারকাদের দিয়ে বিজ্ঞাপন করিয়ে দেখানো যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের তরফে। ২২ এপ্রিল পহেলগাম হামলার পর পর থেকে পাকিস্তানের সঙ্গে যে সমস্ত চুক্তি বাতিল বা স্থগিত হয়েছে, তার মধ্যে ইসলামাবাদের উপর সবেচেয়ে বেশি প্রভাব ফেলেছে সিন্ধু চুক্তি। মানুষের রক্ত এবং জল কখনও একসঙ্গে বইতে পারে না বলে স্পষ্ট জানানো হয় দিল্লির তরফে। যার জেরে জলের অভাবে কার্যত শুকোচ্ছে পাকিস্তান। ফলে সিন্ধুর জল চুক্তি নিয়ে ভারতের সঙ্গে কথাও বলতে চেয়েছে পাকিস্তান। কিন্তু দিল্লির তরফে এ বিষয়ে কোনও সদর্থক মনোভাব দেখানো হয়নি এখনও পর্যন্ত।

অগ্নিবীর ললিত কুমার নিহত হন ল্যান্ডমাইন বিস্ফোরণের জেরে...

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement