বহিরাগতদের জম্মু ও কাশ্মীরে স্থায়ীভাবে বাস করা নিয়ে এ কী বললেন আপনি পার্টির সভাপতি, দেখুন ভিডিয়ো
জম্মু ও কাশ্মীরে ৩৭০ ও ৩৫-এ ধারা বিলুপ্ত হওয়ার পর অনেকেই সেখানে জমি কিনে বাড়ি করবেন বলে ইচ্ছাপ্রকাশ করেছিলেন। গতকাল এই বিষয়ে তাঁদের মনোভাব স্পষ্ট করলেন জম্মু ও কাশ্মীর আপনি পার্টির সভাপতি আলতাফ বুখারি।
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ৩৭০ ও ৩৫-এ ধারা বিলুপ্ত হওয়ার পর অনেকেই সেখানে জমি কিনে বাড়ি করবেন বলে ইচ্ছাপ্রকাশ করেছিলেন। গতকাল এই বিষয়ে তাঁদের মনোভাব স্পষ্ট করলেন জম্মু ও কাশ্মীর আপনি পার্টির সভাপতি আলতাফ বুখারি (Jammu and Kashmir Apni Party president Altaf Bukhari)।
গতকাল কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের প্রশাসনের তরফে অবৈধ নির্মাণ ভাঙার (anti-encroachment drive) কাজ চলছিল। সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে আলতাফ বুখারি বলেন, "আমরা বহিরাগতদের (non-locals) জম্মু ও কাশ্মীরে স্থায়ীভাবে (settle) বাস করতে দেব না।"