J& K: বয়স শুধু একটা সংখ্যা! ১০২ বছর বয়সেও চুটিয়ে ক্রিকেট খেলছেন রিয়াসির হাজী করম দীন (দেখুন ভিডিও)

সম্প্রতি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে শতবর্ষী করম দীন তার ভোটও দিয়েছেন। বয়স ১০২ হলেও সেটা তাঁর কাছে একটা সংখ্যা ছাড়া কিছুই নয়, তাই এই বয়সেও ব্যাট হাতে মাঠে নেমে পড়েন তিনি।

102-year-old Haji Karam Din play ccricket Photo Credit: Twitter@ANI

জম্মু -কাশ্মীর উপত্যকার জেলা রিয়াসি। সেখানকার বাসিন্দা হাজী করম দীন। সম্প্রতি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে শতবর্ষী করম দীন তার ভোটও দিয়েছেন। বয়স ১০২ হলেও সেটা তাঁর কাছে একটা সংখ্যা ছাড়া কিছুই নয়, তাই  এই বয়সেও ব্যাট হাতে মাঠে নেমে পড়েন তিনি। শুধু নিজে খেলা নয় তাঁর চারপাশের তরুণ ক্রিকেটারদেরও অনুপ্রাণিত করেন তিনি।দেখুন তাঁর ক্রিকেট সচেতনতার ছবি-

 সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাজী করম দীন বলেন, "..আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আমি আমার ছেলেকেও ক্রিকেট খেলতে বাধ্য করি... তরুণরা কেমন খেলে তা দেখতে আমি এখানে এসেছি... আশেপাশে আমার সমবয়সী কেউ নেই, তাদের প্রত্যেকেই মারা গেছে। ..." দেখুন কী বললেন তিনি-

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)