IndiGo System Down: ইন্ডিগোর নেটওয়ার্ক সিস্টেমে আচমকা ত্রুটি, দেশজুড়ে ব্যাহত সংস্থার বিমান পরিষেবা
শনিবার দুপুর ১২টা থেকে বিমান সংস্থার বুকিং নিয়ে সমস্যার মুখে পড়ে যাত্রীরা। সমস্যা দেখা দেয় বিমানবন্দররে চেকিং-এর ক্ষেত্রেও।
IndiGo System Down: ইন্ডিগো এয়ারলাইন্সে আচমাক প্রযুক্তিগত ত্রুটি। যার জেরে অবরুদ্ধ বিমান সংস্থার যাবতীয় কাজ। দেশ জুড়ে বিভিন্ন বিমানবন্দরে ইন্ডিগো বিমান সংস্থার (IndiGo Airline)) কাজে ব্যাঘাত ঘটছে। শনিবার দুপুর ১২টা থেকে বিমান সংস্থার বুকিং নিয়ে সমস্যার মুখে পড়ে যাত্রীরা। সমস্যা দেখা দেয় বিমানবন্দররে চেকিং-এর ক্ষেত্রেও। বিমানবন্দরে যাত্রীদের লম্বা লাইন জমে যায়। ক্ষোভের সঞ্চার হতে থাকে অপেক্ষারত যাত্রীদের মধ্যে। ইন্ডগো-র তরফে জানানো হয়েছে, সংস্থার নেটওয়ার্ক সিস্টেম অস্থায়ীভাবে ডাউন রয়েছে। যা সার্বিকভাবে ইন্ডিগোর ওয়েবসাইট এবং বুকিং সিস্টেমকে প্রভাবিত করছে। ফলস্বরূপ, যাত্রীদের চেকিংয়ে বেশি সময় যাচ্ছে। সংস্থার তরফে এও জানানো হয়েছে, সমস্যা সমাধানের জন্যে যাবতীয় চেষ্টা চালাচ্ছে ইন্ডিগোর গোটা টিম।
ইন্ডিগোর সিস্টেম ডাউন...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)