India-Pakistan Tension: ভারতের সাধারণ মানুষকেই নিশানা করছে জঙ্গি রাষ্ট্র পাকিস্তান, জম্মুতে এক নাগাড়ে গোলাগুলি, কড়া জবাব ভারতীয় সেনার
জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) বিভিন্ন জায়গায় একের পর এক ড্রোন (Drone Attack) ছুঁড়ছে পাকিস্তান (Pakistan)। বিশেষ করে জম্মুতে। সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে পাকিস্তান যখন ড্রোন ছুঁড়তে শুরু করেছে, ভারতীয় সেনাও তার পালটা জবাব দিচ্ছে। ড্রোনের পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত লক্ষ্য করে পাকিস্তান এক নাগাড়ে গোলাগুলিও চালাচ্ছে। ভারতীয় বাহিনীর তরফেও দেওয়া হচ্ছে কড়া জবাব। প্রসঙ্গত পাকিস্তান বর্তমানে জনবসতি এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে। যার জেরে পাঞ্জাবের ফিরোজ়পুরে একটি বাড়িতে ড্রোন আছড়ে পড়ে। যে ড্রোনের আঘাতে ওই পরিবারের ৪ জনের আঘাত লাগে। যাঁদের মধ্যে এক মহিলার শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। বর্তমানে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করে চলছে চিকিৎসা। যে ঘটনা সামনে আসতেই ফের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি করা হয় সতর্কতা।
দেখুন জম্মু নিয়ে কী জানাল প্রতিরক্ষা মন্ত্রক...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)