Indian Job Searching Data: চাকরির বাজারে মন্দা, অধিকাংশ ভারতীয় কর্মীরা নতুন চাকরি খোঁজা ছেড়ে দিয়েছেন!
৪৭ শতাংশ ভারতীয় বেসরকারী ক্ষেত্রে কর্মরতরা নতুন চাকরি না খুঁজে, বর্তমানে তারা যেখানে কাজ করছেন সেখানেই থাকতে চাইছেন।
কাজের বাজার মোটেও ভাল নয়। দেশে নতুন চাকরি, নতুন কাজের সুযোগ কমেছে। সেটা বুঝতে পেরেই ৪৭ শতাংশ ভারতীয় বেসরকারী ক্ষেত্রে কর্মরতরা নতুন চাকরি না খুঁজে, বর্তমানে তারা যেখানে কাজ করছেন সেখানেই থাকতে চাইছেন।
সাম্প্রতিক এক গবেষণায় উঠে এল এমনই তথ্য়। দেশে নিয়োগ প্রক্রিয়া বেশ ধীরগতির হয়ে গিয়েছে। তথ্য বলছে, গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরের তুলনায়, চলতি বছর প্রথম তিন মাসে দেশে নতুন নিয়োগ ৬৪ শতাংশ থেকে নেমে ৫৩ শতাংশে এসে ঠেকেছে। ফলে অনেকেই বর্তমান সংস্থা ছেড়ে নতুন জায়গায় জয়েন করার ইচ্ছাপ্রকাশ করে বারবার আবেদন করে প্রত্যাখাত হচ্ছেন। ফলে তারা তাদের বর্তমান সংস্থাতেই কাজ করতে চাইছেন।
দেখুন টুইট