IMD Weather Update:৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস, বাংলায় ফের শীতের পূর্বাভাস জানাল আই এম ডি

ফেব্রুয়ারির শুরুতেই শীত কার্যত কমে গিয়েছিল গোটা বাংলা থেকেই, তবে হাওয়া অফিস জানায় এখনই আশা হারানোর কারন নেই। দ্রুত বদলাতে পারে পরিস্থিতি। হয়ত দু-তিনদের মধ্যে আবারও উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপট বাড়বে বাংলার বুকে।

IMD Weather Update Photo Credit: Twitter@ians_india

নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামীকাল থেকে চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত দেশের উত্তরাংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর-আইএমডি। পূর্ব ভারতের অসম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরায় আগামীকাল এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে ১০ তারিখ পর্যন্ত ঘন কুয়াশার পরিস্থিতি বজায় থাকবে। এছাড়াও আগামী তিন দিন উত্তর-পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে ঘণ্টায় ১৫ থেকে ২৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৌসম ভবন থেকে জানানো হয়েছে  আগামী দুই থেকে তিন দিন পূর্ব ও মধ্য ভারতের অনেক অংশে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।

আলিপুর আবহাওয়া অফিসের দেওয়া তথ্য বলছে,গতকাল কলকাতার তাপমাত্রা এক ঝটকায় নেমেছ অনেকটাই। মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬.৭ ডিগ্রিতে। ১২-১৩ ডিগ্রির ঘরে জেলার তাপমাত্রা।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now