IMD Weather Alert: উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল এবং তরাই অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করল আইএমডি
সংবাদ মাধ্যম সূত্রের খবর মথুরা,বুলন্দশহর এবং মোরাদাবাদ জেলায় বৃষ্টি জনিত দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।বুন্দেলখন্ড এলাকায় গত ৪৮ ঘন্টা ধরে প্রবল বর্ষণের জেরে জালায়ুন জেলায়, যমুনার শাখা নদীতে গতকাল হড়পা বান দেখা দেয়।
উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল এবং তরাই এলাকায় উচ্চ সর্তকতা জারি করল ভারতীয় আবহাওয়া দপ্তর। এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণের পূর্বাভাস থাকায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে লাল এবং কমলা সতর্কতা জারি হয়েছে। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রের খবর মথুরা,বুলন্দশহর এবং মোরাদাবাদ জেলায় বৃষ্টি জনিত দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।বুন্দেলখন্ড এলাকায় গত ৪৮ ঘন্টা ধরে প্রবল বর্ষণের জেরে জালায়ুন জেলায়, যমুনার শাখা নদীতে গতকাল হড়পা বান দেখা দেয়। পিলভিট, কানপুর, জালায়ুন, এবং সাম্ভাল জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সমস্ত স্কুল কলেজ আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মধ্য ভারতে তৈরি হওয়া নিম্নচাপের জেরে এই অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে এবং এটি ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে সরে দুর্বল হয়ে পড়বে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে।