IMD Alert: বিহারের বন্যা পরিস্থিতির মধ্যেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

ভাগলপুর এবং মুঙ্গেরে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। যার ফলে বিহারের ১২ জেলাতেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় ১৩ লক্ষ মানুষ বানভাসি বলে জানিয়েছে প্রশাসন।

IMD Prediction Weather Photo Credit: Twitter@airnews_kolkata

সমগ্র উত্তর বিহারে আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।কাটিহার, আরারিয়া, মাধেপুরা, শেওহর এবং অন্যান্য জেলায় গত ২ দিন ধরে অবিরাম বৃষ্টি হয়েছে।অতি বৃষ্টিতে জলস্তর বেড়েছে গঙ্গাসহ অন্যান্য নদীর।ভাগলপুর এবং মুঙ্গেরে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। যার ফলে বিহারের ১২ জেলাতেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  প্রায় ১৩ লক্ষ মানুষ বানভাসি বলে জানিয়েছে প্রশাসন।