ICSE, ISC Result 2023: আইসিএসই-তে পাশের হার ৯৮.৯৪ শতাংশ, আইএসসিতে ৯৬.৯৩%
প্রকাশিত হল আইসিএসই (দশম , আইএসসি ( দ্বাদশ শ্রেণী)-র ফল। আজ, রবিবার দুপর ৩টে থেকে ফল দেখা যাচ্ছে cisce.org, results.cisce.org ওয়েবসাইটের মাধ্যমে।
প্রকাশিত হল আইসিএসই (দশম) , আইএসসি ( দ্বাদশ শ্রেণী)-র ফল। আইসিএসই-তে পাশের হার ৯৮.৯৪ শতাংশ। আইএসসি-তে পাশের হার ৯৬.৯৩ শতাংশ।আজ, রবিবার দুপর ৩টে থেকে ফল দেখা যাচ্ছে cisce.org, results.cisce.org ওয়েবসাইটের মাধ্যমে। প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী চলতি বছর দশম ও দ্বাদশ শ্রেণীর CISCE পরীক্ষা দিয়েছিলেন। চলতি বছর ২৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত হয়েছিল এই পরীক্ষা। ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও জানা যাচ্ছে ফল।
কীভাবে জানা যাচ্ছে ICSE, ISC 2023-এর ফল: cisce.org নামের ওয়েবসাইটটি যান। তারপর সেই ওয়েবসাইটের 'result' পাতাটিতে যান। কোন শ্রেণীর ফল দেখতে চান সেটা ক্লাসে গিয়ে সিলেক্ট করুন। তারপর যে সব তথ্য চাওয়া হচ্ছে দিন এবং তারপর লগ ইন করুন। চেক এবং ডাউনলোড করুন রেজাল্ট। আরও পড়ুন-আরও শক্তিশালী মোকা, বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বকখালির সমুদ্র সৈকতে মোতায়েন NDRF
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)