Om Parvat Goes Bald: ওম পর্বতের চূড়া থেকে 'ভ্যানিশ' ওম, ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, দেখুন

Om Parvat (Photo Credit: X)

উত্তরাখণ্ডের (Uttarakhand) ওম পর্বত (Om Parvat ) থেকে ভ্যানিস হয়ে গেল বরফে লেখা 'ওম' চিহ্ন। শুনতে অবাক লাগলেও, এবার এমনই ঘটনার সাক্ষী বহু মানুষ। যেখানে উত্তরাখণ্ডের ওম পর্বতে বরফ দিয়ে যে ওম লেখা থাকত, তার দেখা মিলছে না। এই প্রথম ওম লেখা উড়ে গেল ওম পর্বত থেকে। যে ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। উত্তরাখণ্ডের ব্যাস ভ্যালির ১৪ হাজার ফুট উপর রয়েছে ওম পর্বতের চূড়া। সেখানকার পাহাড়ের চূড়ার দিকে তাকালে, ওম দৃশ্যমান হয়। তবে এবার সেই ওমের দেখা আর মিলছে না শৈল চূড়ায়। বিশ্ব উষ্ণায়ন (Global Warming) , বৃষ্টির হেরফের, সবকিছু মিলিয় পরিবেশে যে প্রভাব পড়ছে, তার জেরেই এবার পর্বত চূড়া থেকে বরফ গায়েব বলে মনে করছেন অনেকে।

ওম পর্বত থেকে যেভাবে বরফের ওম গায়েব হয়ে যায়, তার ছবি শেয়ার করেন অনেকে...

 

উত্তরাখণ্ডের পর্বত চূড়ায় আর নেই ওম লেখা, ছবি প্রকাশ্যে আসতেই অবাক প্রত্যেকে...

 

শৈল চূড়া থেকে ওম মুছে যেতেই তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়। দেখুন ভিডিয়ো...

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)