G20 Summit In J&K: শ্রীনগরের ডাল লেকের সুসজ্জিত শিকারায় জি২০ প্রতিনিধিদের জলযাত্রা, দেখুন সেই ভিডিও
২২ থেকে ২৪ মে তিনদিন ব্যাপী কাশ্মীর উপত্যকায় পর্যটন ওয়ার্কিং গ্রুপের ঐতিহাসিক জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে স্থানীয় প্রশাসন তাদের আয়োজন সম্পূর্ণ করেছে।
গতকাল থেকে জম্মু-কাশ্মীরে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। ২২ থেকে ২৪ মে তিনদিন ব্যাপী কাশ্মীর উপত্যকায় পর্যটন ওয়ার্কিং গ্রুপের ঐতিহাসিক জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে স্থানীয় প্রশাসন তাদের আয়োজন সম্পূর্ণ করেছে। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক রাখা হয়নি।জানা গেছে এই সম্মেলনে ৬০জনেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন এবার। কেন্দ্রীয় পর্যটন সচিব জানিয়েছেন, এই ইভেন্ট জম্মু-কাশ্মীর উপত্যকায় পর্যটনের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেবে। এই আবহে প্রথম দিনেই কাশ্মীরের ঐতিহ্যমন্ডিত শিকারাতে ভ্রমণের আনন্দ নিতে দেখা যায় জি২০ (G20) প্রতিনিধিদের। শ্রীনগরের ডাল লেকে শিকারা যাত্রা উপভোগ করতে দেখা বিভিন্ন দেশের প্রতিনিধিদের। দেখুন সেই ছবি-