Arvind Kejriwal: ভোটের আগের দিন রাতে কেজরিওয়ালের বিরুদ্ধে দায়ের FIR

কাল ভোট। আর আজ এফআইআর দায়ের হল অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। যমুনার জলে হরিয়ানার বিজেপি সরকার বিষ দিচ্ছে এমন অভিযোগের মন্তব্য নিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে কুরুক্ষেত্রের এক পুলিশ স্টেশনে এফআইআর (FIR) রুজু করা হয়েছে।

Arvind Kejriwal In Delhi Assembly (Photo Credit: ANI/X)

কাল ভোট। আর আজ এফআইআর দায়ের হল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে। যমুনার জলে হরিয়ানার বিজেপি সরকার বিষ দিচ্ছে এমন অভিযোগের মন্তব্য নিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে কুরুক্ষেত্রের এক পুলিশ স্টেশনে এফআইআর (FIR) রুজু করা হল। ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ১৯৬ (১), ১৯৭ (১), ২৪৮ (ক), ২৯৯ ধারায় কেজরিওয়ালের নামে এফআইআর দায়ের করা হয়।

সংবাদসংস্থা ANI-র খবর ভারতীয় ন্যায় সংহিতা আইনে হরিয়ানার শাহবাদ পুলিশ স্টেশনে যমুনায় বিষ দেওয়ার মন্তব্য নিয়ে কেজরিওয়াল ও তার দলের কয়েকজন  সদস্যের  বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এবাররের নির্বাচনে বড় ইস্যু হওয়া যমুনার দূষণ নিয়ে কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এই সমালোচনার জবাবে হরিয়ানার বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন কেজরি।

দিল্লি ভোটের প্রচারে কেজরিওয়াল দাবি করেছিলেন, যমুনা নদীর জলে বিষ মেশাচ্ছে হরিয়ানার বিজেপি সরকার। এই মন্তব্য নিয়ে কেজরিওয়ালকে সমন হরিয়ানা হাই কোর্টের।

দেখুন খবরটি

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now