Congress: আগামী বছর সেপ্টেম্বরে কংগ্রেসে সভাপতি নির্বাচন!

২০১৯ লোকসভা ভোটে দলের ভরাডুবির পর কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রাহুল গান্ধী। রাহুলের সরে দাঁড়ানোর পর অন্তবর্তীকালীন দায়িত্বে রয়েছেন সোনিয়া গান্ধী। সোনিয়ার নেতৃত্বে কংগ্রেসের ফল একের পর এক রাজ্যে খারাপ হচ্ছে। এখন চাই পূর্ণ সময়ের সভাপতি।

Indian National Congress. (Photo Credits: IANS)

২০১৯ লোকসভা ভোটে দলের ভরাডুবির পর কংগ্রেসের (Congress) সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুলের সরে দাঁড়ানোর পর অন্তবর্তীকালীন দায়িত্বে রয়েছেন সোনিয়া গান্ধী। সোনিয়ার নেতৃত্বে কংগ্রেসের ফল একের পর এক রাজ্যে খারাপ হচ্ছে। এখন চাই পূর্ণ সময়ের সভাপতি। সূত্রের খবর আগামী বছর সেপ্টেম্বরে কংগ্রেস সভাপতি বাছাইয়ে নির্বাচন হবে। অশোক গেহলেটর (Ashok Gehlat) মত প্রবীণ নেতারা চাইছেন রাহুল গান্ধীই ফের দায়িত্ব নিন। আরও পড়ুন: 'রাবণ, বার্ধক্য ও পরের জন্ম নষ্ট হয়ে যাবে', কাকে অভিশাপ দিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর ?

দেখুন টুইট