Central Board Of Secondary Education:রাজস্থান এবং দিল্লির ২৭টি স্কুলকে আইন লঙ্ঘনের জন্য শো-কজ নোটিশ জারি করল সিবিএসই

পরিদর্শনে গিয়ে দেখা গেছে যে স্কুলগুলি একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে বেশি সংখ্যক ছাত্রের নাম নথিভুক্ত করেছে যারা শারীরিকভাবে ক্লাসে উপস্থিত ছিল না। আর যেসব ছাত্ররা আছে তাঁদের উপস্থিতির হারেও অনিয়ম ধরা পড়েছে।

CBSE

আইনের শর্ত ভঙ্গের অপরাধে কেন্দ্রীয় মধ্য শিক্ষা পর্ষদ (CBSE) রাজস্থান ও দিল্লীর ২৭ টি স্কুলকে শো কজ নোটিশ জারি করেছে।এক বিবৃতিতে পর্ষদ জানিয়েছে, এই স্কুলগুলিতে হঠাৎ করে পরিদর্শনে গিয়ে নামের তালিকাভুক্তি এবং উপস্থিতি সহ নানা ক্ষেত্রে একাধিক অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে ২২টি স্কুল দিল্লীর দুটি অঞ্চলে এবং ৫টি আজমের এলাকার।

পরিদর্শনে গিয়ে দেখা গেছে যে স্কুলগুলি একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে বেশি সংখ্যক ছাত্রের নাম নথিভুক্ত করেছে যারা শারীরিকভাবে ক্লাসে উপস্থিত ছিল না। আর যেসব ছাত্ররা আছে তাঁদের উপস্থিতির হারেও অনিয়ম ধরা পড়েছে।এছাড়াও প্রাতিষ্ঠানিক নিয়মভঙ্গ এবং পড়ুয়াদের নিরাপত্তা ও শিক্ষার মানের সঙ্গেও সমঝোতা করা হচ্ছে বলে ঐ বিবৃতিতে জানানো হয়েছে।