RG Kar Protest: রাত পেরিয়ে ভোর, স্লোগানে-গানে গমগম করছে রাজপথ, দেখুন স্বাস্থ্যভবনের বাইরের ছবি
তাঁদের দাবি না মানা হলে রাজপথেই থাকবেন তাঁরা এও সাফ জানিয়ে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে।
কলকাতাঃ দু'দিন, দু'রাত অতিক্রান্ত। আর জি কর কাণ্ডের(RG Kar incident) প্রতিবাদে এখনও রাজপথেই রয়েছেন জুনিয়র ডাক্তাররা(Junior Doctors)। স্বাস্থ্যভবনের(Swasthya Bhawan) সামনে অবস্থান করছেন তাঁরা। আর এই জুনিয়ই চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা। পাশে রয়েছে নাগরিক সমাজও। স্বাস্থ্যভবনের ধর্না মঞ্চে হাজির হয়েছেন শয়-শয় সাধারণ মানুষ। ন্যায়বিচারের দাবিতে গলা ফাটাচ্ছেন সকলে। স্লোগানে, গানে গমগম করছে রাজপথ। আজ, বৃহস্পতিবার ভোরের ছবিটাও একই। রাত পেরিয়ে ভোর হয়ে গেলেও তাঁদের গলার স্বর এক ফোঁটাও দমেনি। স্লোগান উঠছে মুহুর্মুহু। তাঁদের দাবি না মানা হলে রাজপথেই থাকবেন তাঁরা এও সাফ জানিয়ে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে।
#WATCH | Early morning visuals from Swasthya Bhawan, Salt Lake area of West Bengal's Kolkata where junior doctors continue their protest against RG Kar Medical College & Hospital rape-murder incident pic.twitter.com/KmTYy5a14E
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)