AAP: দিদির রাজ্যের পঞ্চায়েত ভোটে লড়ছে কেজরিওয়ালের আপ
ক দিন আগেই দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে অর্ডিন্যান্স ইস্যুতে তৃণমূলের সমর্থন চাইতে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল।
ক দিন আগেই দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে অর্ডিন্যান্স ইস্যুতে তৃণমূলের সমর্থন চাইতে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিদির কাছে সমর্থন আদায় করে যান আপ প্রধান। তৃণমূলের সঙ্গে জোট গড়ে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দেন মমতা।
তবে পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে লড়ছে আম আদমি পার্টি। বাংলায় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে ৯ জন ও পঞ্চায়েত সমিতিতে ৪ জন আপ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। অবশ্য কোনও জেলা পরিষদেই প্রার্থী দিতে পারেনি কেজরির দল। আপ-এর থেকে অনেক বেশী প্রার্থী দিতে পেরেছেন মায়াবতীর বিএসপি। দিল্লির পর পঞ্জাবে ক্ষমতায় এসেছে আপ। উত্তরাখণ্ড, গোয়া, গুজরাট বিধানসভা নির্বাচনেও কিছু আসনে জেতে আপ। তবে হিমাচল, কর্ণাটকে একেবারে মুখথুবড়ে পড়ে কেজরির দল।
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)