Delhi: চিনা মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়ানোর অপরাধে দিল্লি থেকে গ্রেফতার ৭ , মিলল ৩৩টি চিনা মাঞ্জার রোল (দেখুন ছবি)

রাজধানীতে চিনা মাঞ্জা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিয়েছিল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল বোর্ড। তারপরেও অবৈধ ভাবে বিক্রি বেড়েছে চিনা মাঞ্জার। এবার চিনা মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়ানোর অপরাধে রাজধানীতে গ্রেফতার করা হল সাতজনকে।

Chinese Manjha Gang Photo Credit: Twitter@ANI

রাজধানীতে চিনা মাঞ্জা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিয়েছিল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল বোর্ড। তারপরেও অবৈধ ভাবে বিক্রি বেড়েছে চিনা মাঞ্জার। এবার চিনা মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়ানোর অপরাধে রাজধানীতে গ্রেফতার করা হল সাতজনকে। গোটা দেশে চিনা মাঞ্জা বিক্রি করা যেমন অপরাধ, ব্যবহার করা সমান অপরাধ।এই মাঞ্জার সুতোয় বেঘোরে প্রাণ গেছে অনেকের। গুরুতর আহতও হয়েছেন অনেকে। শুধু মানুষ নয় পাখী ও পশুদেরও বিপদ হয়েছে এই সুতোর মাঞ্জায়। দিল্লির ডিসিপি আউটার জানিয়েছেন গ্রেফতার হওয়া ব্যক্তিদের থেকে ২০০টি ঘুড়ি এবং৩৩টি চাইনিজ মাঞ্জার রোল/পুলিও উদ্ধার করা হয়েছে।