Delhi: মরসুমের শীতলতম রাত দিল্লিতে, দূষণের মাঝে ঠান্ডার কাঁপুনি শুরু রাজধানীতে

দেশের রাজধানীতে শীতের শুরু। মরসুমের শীতলতম রাত হল আজ, শনিবার। তবে শীতের কাঁপুনির চেয়ে দেশের রাজধানীতে দূষণের কষ্টই বেশী।

Delhi. (Photo Credits: X)

দেশের রাজধানীতে শীতের শুরু। মরসুমের শীতলতম রাত হল আজ, শনিবার। তবে শীতের কাঁপুনির চেয়ে দেশের রাজধানীতে দূষণের কষ্টই বেশী। আজ, শনিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ১.১ ডিগ্রি কম। দিল্লিতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু-তিন আরও তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে খবর। রাতের তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশাও বাড়ছে। এদিন রাতে দিল্লিতে এতটাই কুয়াশা পড়ে যে কিছুটা দূরের দৃশ্যও দেখা যাচ্ছে না।

দিওয়ালির পর থেকে দিল্লির বায়ুদূষণের মাত্রা অনেকটা বেড়ে গিয়েছে। এখনও দিল্লির বায়ুদূষণ বিপজ্জনক জায়গায় রয়েছে।

দিল্লিতে শীত পড়ছে