Dangeti Jahnavi: প্রথম ভারতীয় হিসেবে নাসার প্রোগাম শেষ করে মহাকাশে পাড়ি দিচ্ছেন অন্ধ্রের মহিলা
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রজেক্ট টাইটনের ওরবিটাল পোর্ট স্পেস স্টেশনে গবেষণার কাজ করতে মহাকাশে যাবেন অন্ধ্রের এই মহিলা মহাকাশ বিজ্ঞানী। চার বছর পর টাইটন প্রজেক্ট (Titan’s Orbital Port Space Station)-টি লঞ্চ করছে আমেরিকা।
প্রথম ভারতীয় মহিলা হিসেবে নাসার বিশেষ প্রোগাম সফলভাবে শেষ করে মহাকাশে পাড়ি দিতে চলেছে অন্ধ্রপ্রদেশের দানগেতি জাহ্নবী (Dangeti Jahnavi)। নাসার আন্তর্জাতিক এয়ার এবং স্পেস প্রোগাম (Nasa's International Air and Space Program) সফলভাবে শেষ করা প্রথম ভারতীয় জাহ্নবী ২০২৯ সালে মহাকাশে পাড়ি দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রজেক্ট টাইটনের (শনিগ্রহের সবচেয়ে বড় উপগ্রহ) ওরবিটাল পোর্ট স্পেস স্টেশনে গবেষণার কাজ করতে মহাকাশে যাবেন অন্ধ্রের এই মহিলা মহাকাশ বিজ্ঞানী। চার বছর পর টাইটন প্রজেক্ট (Titan’s Orbital Port Space Station)-টি লঞ্চ করছে আমেরিকা। জাহ্নবী মহাকাশ বিদ্যার পাশাপাশি বিজ্ঞান, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও অঙ্কের বিশারদ এবং একটি গ্রহাণুরও আবিষ্কারক।
ছোটবেলা থেকে মহাকাশ নিয়ে ব্যাপক উতসাহ আর ভালবাসা থাকা জাহ্নবী পঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন। তাঁর বাবা শ্রীনিবাস ও মা পদ্মশ্রী কাজ করেন কুয়েতের এক কোম্পানিতে। ছোট থেকে নিজের বাড়ির কাছে মফস্বল শহর পালাকোল্লু-তে ছোটবেলায় পড়াশোনা করেন। আয়ারল্যান্ডে মহাকাশ বিদ্যার ওপর পড়াশোনা করেন। নাসা ও ইসরোয় বিশেষ স্কীকৃতিও পেয়েছিলেন।
মহাকাশে যাচ্ছেন ভারতের জাহ্নবী
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)