Mallikarjun Kharge: মহারাষ্ট্র নির্বাচনে খাড়্গের মাস্টারস্ট্রোক, প্রকাশ্যে এল একগুচ্ছ প্রতিশ্রুতি

রবিবার মহারাষ্ট্র নির্বাচনে কংগ্রেসের ম্যানিফেস্টো প্রকাশ করে পাঁচ দফা প্রতিশ্রুতির কথা জানালেন সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

Mallikarjun Kharge (Photo Credits: X)

নয়াদিল্লিঃ সামনেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন(Maharashtra Assembly Elections)। আর তার আগে মল্লিকার্জুন খাওড়্গের(Mallikarjun Kharge) মাস্টারস্ট্রোক। রবিবার মহারাষ্ট্র নির্বাচনে কংগ্রেসের ম্যানিফেস্টো প্রকাশ করে পাঁচ দফা প্রতিশ্রুতির কথা জানালেন সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এ দিন মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, "মহারাষ্ট্রের মানুষের সার্বিক উন্নতির স্বার্থে কাজ করতে চায় কংগ্রেস। মহারাষ্ট্ররে উন্নতিতে আমাদের পাঁচ দফা প্রতিশ্রুতি কার্যকর হবে।" এদিন তিনি আরও বলেন, "ক্ষমতায় এলে আমরা প্রত্যেক পরিবারকে বছরে ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে। মহালক্ষ্মী ভাতার আওতাধীন মহিলারা মাসে ৩ হাজার টাকা করে পাবেন। মহিলাদের জন্য মহারাষ্ট্র জুড়ে ফ্রি করে দেওয়া হবে বাস পরিষেবা। যে সব কৃষকেরা সঠিক সময়ে লোনের টাকা ফিরিয়ে দেবেন তাঁদের হাতে ৫০ হাজার টাকা করে তুলে দেওয়া হবে।" শুধু তাই নয় সাধারণ মানুষকে বিনামূল্যে ওষুধ দেওয়ার প্রতিশ্রুতিও দেন কংগ্রেস সভাপতি। শুধু তাই নয় সাধারণ মানুষকে বিনামূল্যে ওষুধ দেওয়ার প্রতিশ্রুতিও দেন কংগ্রেস সভাপতি। সেই সঙ্গেই বর্ণ ব্যবস্থা বা সংরক্ষণে ৫০ শতাংশ সেন্সাস আনাবে কংগ্রেস একথাও জানান তিনি।

মহারাষ্ট্র নির্বাচনে খাড়্গের মাস্টারস্ট্রোক, প্রকাশ্যে এল একগুচ্ছ প্রতিশ্রুতি

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now