Sambhavi Choudhary: সর্বকনিষ্ঠ দলিত মহিলা হয়ে ভোটে দাঁড়াচ্ছেন সম্ভবী চৌধুরী

মাত্র ২৫ বছর বয়েসে লোকসভা নির্বাচনের প্রার্থী হলেন চিরাগ পাসোয়ানের দল রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি-র সম্ভবী চৌধুরী। সবচেয়ে কম বয়েসে দলিত মহিলা হিসেবে ভোটে দাঁড়ানোর নজির গড়তে চলেছেন রাজ্যের মন্ত্রী কন্যা সম্ভবী।

Sambhavi Choudhary. (Photo Credits: X)

মাত্র ২৫ বছর বয়েসে লোকসভা নির্বাচনের প্রার্থী হলেন চিরাগ পাসোয়ানের দল রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি-র সম্ভবী চৌধুরী ( Sambhavi Choudhary)। সবচেয়ে কম বয়েসে দলিত মহিলা হিসেবে ভোটে দাঁড়ানোর নজির গড়তে চলেছেন রাজ্যের মন্ত্রী কন্যা সম্ভবী। বিহারের সমস্তিপুর লোকসভা কেন্দ্রে এলজিপি (রামবিলাস) দলের প্রার্থী সম্ভবী যদি এবার ভোটে জিতে যান তাহলে তিনিই হবেন দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ মহিলা দলিত সাংসদ।

বিজেপি-র সমর্থন থাকা, এবং সমস্তিপুর পাসোয়ান পরিবারের নিজেদের গড় হওয়ায় সম্ভবীর জয়ের সম্ভবনা উজ্জ্বল। সমস্তি-র বিরুদ্ধে অবশ্য পরিবারতন্ত্রের ফসল হওয়ার অভিযোগ উঠেছে। কারণ তাঁর বাবা হলেন জেডি (ইউ)-য়ের মন্ত্রী অশোক চৌধুরী। আবার তাঁর শ্বশুর একজন দাপুটে পুলিশ কর্তা। এতদিন সমস্তিপুরের সাংসদ ছিলেন চিরাগ পাসোয়ানের কাকার ছেলে প্রিন্স পাসওয়ান। প্রিন্সের আগে তাঁর বাবা রাম চন্দ্র পাসোয়ান সমস্তিপুর থেকে দু বার জিতেছিলেন। এসপি-র সমর্থনে কংগ্রেস এবার সমস্তিপুরে প্রার্থী দিচ্ছে।

দেখুন ছবি

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now