Assam:পর্যটকদের জন্য দারুন সুখবর, চালু হল কাজিরাঙা জাতীয় উদ্যানের হাতি সাফারি (দেখুন ভিডিও)
বিশ্বের মোট একশৃঙ্গ গণ্ডারের (One Horned Rhinoceros) অধিকাংশেরই বাস এই জাতীয় উদ্যানেই। মূলত এই গণ্ডার দেখার আকর্ষণেই সেখানে ভিড় জমান পর্যটক এবং বন্যপ্রাণপ্রেমীরা। এবার তাঁর সঙ্গে অধিক আকর্ষণ হিসাবে যোগ হল কাজিরাঙা জাতীয় উদ্যানের হাতি সাফারি।
পর্যটকদের জন্য দারুন সুখবর। ২০২৩-২৪ মরশুমের জন্য চালু হল কাজিরাঙা জাতীয় উদ্যানের হাতি সাফারি (an elephant safari)। বুধবার সকাল থেকেই সাফারি শুরু হয়ে গিয়েছে অসমের জঙ্গলে, দেশি ও বিদেশি পর্যটকদের হাতি সাফারির মজা নিতেও দেখা যায়। রাজ্যের বন দফতর জানিয়েছে, এই জাতীয় উদ্যানের (Kaziranga National Park) পশ্চিম দিকে এবার হাতি সাফারি শুরু হচ্ছে। বাগোরি (Bagori), কাজিরাঙা (Kaziranga) এবং কোহোরা (Kohora) রেঞ্জ এলাকায় পর্যটকরা হাতির পিঠে চড়ার মজা উপভোগ করতে পারবেন।
বিশ্বের মোট একশৃঙ্গ গণ্ডারের (One Horned Rhinoceros) অধিকাংশেরই বাস এই জাতীয় উদ্যানেই। মূলত এই গণ্ডার দেখার আকর্ষণেই সেখানে ভিড় জমান পর্যটক এবং বন্যপ্রাণপ্রেমীরা। এবার তাঁর সঙ্গে অধিক আকর্ষণ হিসাবে যোগ হল কাজিরাঙা জাতীয় উদ্যানের হাতি সাফারি। দেখুন সেই ছবি-
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)