Andhra Pradesh Flood: ক্রমে ভয় ধরাচ্ছে অন্ধ্রপ্রদেশের বন্যা পরিস্থিতি, ড্রোনের সাহায্যে দুর্গতদের জল-খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন

মঙ্গলবার সকাল থেকে বিজয়ওয়ারার বিভিন্ন অঞ্চল ঘুরে-ঘুরে বন্যা দুর্গতদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে। কিছু অঞ্চলে পৌঁছতে হেলিকপ্টারের সাহায্য নিতে হয়।

Andhra Pradesh Flood: ক্রমে ভয় ধরাচ্ছে অন্ধ্রপ্রদেশের বন্যা পরিস্থিতি, ড্রোনের সাহায্যে দুর্গতদের জল-খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন
ড্রোনের সাহায্যে জল-খাবার পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গতদের কাছে (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ প্রবল বৃষ্টির জেরে অন্ধ্রপ্রদেশে(Andhra Pradesh) সৃষ্টি হয়েছে বন্যা(Flood) পরিস্থিতি। জলের তলায় রাজ্যের বিস্তীর্ণ এলাকা। ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন নিচু এলাকার বাসিন্দারা। বন্যা ঠেকাতে প্রথম থেকেই তৎপর নাইডু সরকার। মঙ্গলবার সকাল থেকে বিজয়ওয়ারার বিভিন্ন অঞ্চল ঘুরে-ঘুরে বন্যা দুর্গতদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে। কিছু অঞ্চলে পৌঁছতে হেলিকপ্টারের সাহায্য নিতে হয়। এ বার দেখা গেল অন্য ছবি। ড্রোনের সাহায্যে জলমগ্ন এলাকায় আটকে পড়া মানুষজনের জন্য খাবার, পানীয় জল, ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল অন্ধ্র সরকার। মঙ্গলবার বেলায় বিজয়ওয়ারার বিভিন্ন অঞ্চলে এভাবেই পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় জিনিসপত্র।

 ড্রোনের সাহায্যে দুর্গতদের জল-খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement