Allahabad High Court: এইচআইভি আক্রান্ত হলে সেই ব্যক্তিকে চাকরি বা পদোন্নতি দিতে অস্বীকার করা যাবে না, জানাল এলাহাবাদ হাইকোর্ট

গত ৬ জুলাই তাদের পর্যবেক্ষণে বেঞ্চ জানায়- "একজন ব্যক্তির এইচআইভি সংক্রমণ চাকরি বা পদোন্নতি অস্বীকার করার কারণ হতে পারে না কারণ এটি বৈষম্যমূলক এবং সংবিধান এর অনুচ্ছেদ ১৪ (সমতার অধিকার) এবং১৬ (রাষ্ট্রীয় চাকরিতে বৈষম্যহীনতা) কে লঙ্ঘন করে।

Representational Image

এইচআইভি আক্রান্ত হলে সেই ব্যক্তিকে চাকরি বা পদোন্নতি দিতে অস্বীকার করা যাবে না বলে জানাল এলাহাবাদ হাইকোর্ট। এক সিআরপিএফ কনস্টেবলের আবেদনের ভিত্তিতে হাইকোর্টের লখনউ বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এইচআইভি পজিটিভ হওয়ার কারণে ওই উক্ত কনস্টেবলের পদোন্নতি প্রত্যাখ্যান করেছিল সিআরপিএফ। এরপর আদালতে গেলে গত ২৪ মে সেই নির্দেশ বজায় রাখে সিঙ্গেল বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চ এ সুবিচার না পেয়ে ওই  কনস্টেবল বেঞ্চের আদেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করে। সিঙ্গেল বেঞ্চের সেই সিদ্ধান্ত ফিরিয়ে দিয়ে বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি ওম প্রকাশ শুক্লার বেঞ্চ কনস্টেবলকে পদোন্নতির নির্দেশ দেন। গত ৬ জুলাই তাদের পর্যবেক্ষণে বেঞ্চ জানায়- "একজন ব্যক্তির এইচআইভি সংক্রমণ চাকরি বা পদোন্নতি অস্বীকার করার কারণ হতে পারে না কারণ এটি বৈষম্যমূলক এবং সংবিধান এর অনুচ্ছেদ ১৪ (সমতার অধিকার) এবং১৬ (রাষ্ট্রীয় চাকরিতে বৈষম্যহীনতা) কে লঙ্ঘন করে।