AAP: ভূ-স্বর্গে ওমর আবুদল্লার সরকারকে সমর্থন আপের
জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে একটি আসনে জিতেছে আম আদমি পার্টি (AAM AAdmi Party)। এই প্রথম ভূ-স্বর্গের বিধানসভায় থাকছে আপের বিধায়ক।
জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে একটি আসনে জিতেছে আম আদমি পার্টি (AAM AAdmi Party)। এই প্রথম ভূ-স্বর্গের বিধানসভায় থাকছে আপের বিধায়ক। কাশ্মীরের ডোড্ডা আসনে বিজেপির গজয় সিং রানা-কে হারান আপের মেহরাজ মালিক। জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট ৪৮টি আসনে জিতে ক্ষমতায় এসেছে। এবার আপ সরাসরি ন্যাশনাল কনফারেন্সের সরকারকে সমর্থনের কথা ঘোষণা করল। জম্মু-কাশ্মীরের এলজি-কে চিঠি লিখে ন্যাশানাল কনফারেন্সকে সমর্থনের কথা জানাচ্ছে আপ।
এর আগে ৪জন নির্দল প্রার্থী ওমর আবুদল্লা-র পাশে দাঁড়িয়ে এনসি-কে সমর্থন করার কথা ঘোষণা করেন। কংগ্রেসকে ছাড়াই এখন জম্মু-কাশ্মীরে সরকার গড়ার জায়গায় চলে গেল ফারুক আবদুল্লা, ওম আবুদল্লার দল। প্রসঙ্গত, হরিয়ানায় বিপর্যের মাঝে জম্মু-কাশ্মীরে কংগ্রেস মাত্র ৬টি আসনে জেতে।
দেখুন খবরটি