AAP: ভূ-স্বর্গে ওমর আবুদল্লার সরকারকে সমর্থন আপের
জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে একটি আসনে জিতেছে আম আদমি পার্টি (AAM AAdmi Party)। এই প্রথম ভূ-স্বর্গের বিধানসভায় থাকছে আপের বিধায়ক।
জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে একটি আসনে জিতেছে আম আদমি পার্টি (AAM AAdmi Party)। এই প্রথম ভূ-স্বর্গের বিধানসভায় থাকছে আপের বিধায়ক। কাশ্মীরের ডোড্ডা আসনে বিজেপির গজয় সিং রানা-কে হারান আপের মেহরাজ মালিক। জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট ৪৮টি আসনে জিতে ক্ষমতায় এসেছে। এবার আপ সরাসরি ন্যাশনাল কনফারেন্সের সরকারকে সমর্থনের কথা ঘোষণা করল। জম্মু-কাশ্মীরের এলজি-কে চিঠি লিখে ন্যাশানাল কনফারেন্সকে সমর্থনের কথা জানাচ্ছে আপ।
এর আগে ৪জন নির্দল প্রার্থী ওমর আবুদল্লা-র পাশে দাঁড়িয়ে এনসি-কে সমর্থন করার কথা ঘোষণা করেন। কংগ্রেসকে ছাড়াই এখন জম্মু-কাশ্মীরে সরকার গড়ার জায়গায় চলে গেল ফারুক আবদুল্লা, ওম আবুদল্লার দল। প্রসঙ্গত, হরিয়ানায় বিপর্যের মাঝে জম্মু-কাশ্মীরে কংগ্রেস মাত্র ৬টি আসনে জেতে।
দেখুন খবরটি
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)