Surat: মেট্রোর কাজ করতে গিয়ে ক্রেন উল্টে পড়ল বাড়িতে, ঘটনাস্থলে দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো

সুরাটে মেট্রোর কাজ করতে গিয়ে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। একটি লোহার পিলার বসাতে গিয়ে উল্টে গেল হাইড্রোলিক লঞ্চার ক্রেন।

সুরাটে মেট্রোর কাজ করতে গিয়ে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। একটি লোহার পিলার বসাতে গিয়ে উল্টে গেল হাইড্রোলিক লঞ্চার ক্রেন। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে নানা ভারাচ্ছা (Nana Varachha) এলাকার ছিকুওয়াডিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল থেকেই মেট্রোর কাজ চলছিল। কিন্তু বিকেলে পিলারের লোহার কাঠামো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নিয়ে যেতে গিয়েই ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বিশালাকার ক্রেনটি উল্টে পড়ে স্থানীয় একটি বাংলোর ওপর। যদিও সেই সময় বাংলোটি ফাঁকা ছিল বলে হতাহতের কোনও খবর নেই। এছাড়া বেশ কয়েকটি গাড়িও ভেঙেছে বলে খবর। কোনওরকমে ক্রেনের চালক আসন থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছেন ড্রাইভার। ঘটনাস্থলে দমকল ও পুলিশকর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনার জেরে দীর্ঘক্ষণ এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)