Vignesh Shivan and Nayanthara to Marry on June 9: আগামী বৃহস্পতিবার বিয়ে করছেন ভিগনেশ শিবন ও নয়নতারা

হাতে আর মাত্র দুটোদিন। অবশেষে বিয়ের পিঁড়িত বসতে চলেছেন ভিগনেশ শিবন ও নয়নতারা (Vignesh Shivan and Nayanthara )। আগামী ৯ জুন অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের চারহাত এক হবে।

Vignesh Nayanthara

হাতে আর মাত্র দুটোদিন। অবশেষে বিয়ের পিঁড়িত বসতে চলেছেন ভিগনেশ শিবন ও নয়নতারা (Vignesh Shivan and Nayanthara )।  আগামী ৯ জুন অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের চারহাত এক হবে। গত ৬ বছর ধরে রিলেশনে রয়েছেন কলিউডের পরিচালক ভিগনেশ ও অভিনেত্রী নয়নতারা। প্রথমে গুজব রটে যে এই সেলেব কাপল তিরুপতিতে বিয়ে করছেন। পরে জানা যায়, তাঁরা মহাবলীপুরমের এক রিসর্টে বিয়ে করবেন।

পড়ুন টুইট

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)