The Elephant Whisperes: মুখ্যমন্ত্রীর হাতে সংবর্ধিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স এর প্রধান দুই চরিত্র বোম্যান এবং বেলি(দেখুন ভিডিও)

TN CM felicited Bomman & Bellie Photo Credit: Twitter@ANI

অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার ৷ কার্তিকী গঞ্জালভেস পরিচালিত এবং গুনীত মোঙ্গা প্রযোজিত তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ পুরস্কৃত হল সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে৷  ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস মঞ্চে প্রথম ভারতীয় ছবি হিসেবে এই বিভাগে অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'  তথ্যচিত্রটি  মুধুমালাই টাইগার রিজার্ভের তত্ত্বাবধায়ক দম্পতি বোম্যান এবং বেলির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।। হস্তীশাবক রঘু ও দুই মাহুতের জীবনযাপন ঘিরে এই গল্প। এক দুর্ঘটনার পরে রঘুকে নিয়ে আসা হয় বোমান ও বেলির কাছে, যারা তার ক্ষত সারিয়ে পালন-পোষণ করে বড় করে তোলেন। বোমান ও বেলির গোটা জীবনটাই আবর্তিত হয় এই হস্তীশাবককে ঘিরে।

এবার সেই বোম্যান ও বেলিকে সংবর্ধনা জানাল তামিলনাড়ু সরকার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজে হাতে উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করে নেন দুই বর্ষীয়ান হাতির তত্ত্বাবধায়ককে। দেখুন সেই ভিডিও-

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now