Taarak Mehta Ka Ooltah Chashmah: জেনিফারের পর ফের 'তারক মেহতা কা উলটা চশমার' নির্মাতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী
জেনিফার মিস্ত্রির পর এবার তারক মেহতা কা উলটা চশমার নির্মাতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মণিকা ভদোরিয়া। মণিকা বদোরিয়া অভিযোগ করেন, তাঁকে হেনস্থা করেন তারকা মেহতা কা উলটা চশমার নির্মাতারা। মানসিকভাবে মাঝে তিনি এতটাই বিধ্বস্ত হয়ে পড়েন যে তাঁর মনে আত্মহননের চিন্তাও আসে একবার। তারক মেহতা কা উলটা চশমার শ্যুট করতে গিয়ে তিনি যেভাবে হেনস্থার মুখে পড়েন, সেই কথা কাউকে বলেননি। ফলে দিনের পর দিন ধরে তিনি সেই কথা কাউকে জানাতে পারেননি। ফলে তাঁর মনে আত্মহত্যার চিন্তাভাবনা একসময় এসে ভিড় করত বলে দাবি করেন মণিকা ভদোরিয়া। প্রসঙ্গত তারক মেহতা কা উলটা চশমায় বাওরি চরিত্রে অভিনয় করেন মণিকা ভদোরিয়া।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)