Stunt Artist Raju Dies on Set: জীবনের শেষ স্টান্ট, শুটিং সেটেই গাড়ি উলটে মৃত্যু স্টান্টশিল্পী রাজুর, দেখুন সাংঘাতিক ভিডিও

১৩ জুলাই, রবিবার সকালে পা রঞ্জিত পরিচালিত আর্য ছবির সেটে গাড়ি উল্টে যাওয়ার দৃশ্যের জন্যে স্টান্ট করার সময় মারা যান স্টান্ট মাস্টার রাজু। তামিল ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় স্টান্টশিল্পী ছিলেন তিনি।

Stunt Artist Raju Dies on Set (Photo Credits: X)

বড় পর্দায় যে সমস্ত স্টান্ট দেখে আমরা হাততালি দিয়ে থাকি সেই স্টান্ট নিখুঁতভাবে দর্শকদের সামনে ফুটিয়ে তোলার পিছনে বহু মানুষের অক্লান্ত পরিশ্রম থাকে। নিজের জীবনকে বাজি রেখে তাঁরা ভয়ানক সমস্ত স্টান্ট করেন, শুধুমাত্র দর্শকদের মনোরঞ্জনের জন্যে। স্টান্ট করতে গিয়ে এবার শুটিং সেটেই ঘটল অঘটন। স্টান্টের মাঝেই মারা গেলেন স্টান্টশিল্পী। ১৩ জুলাই, রবিবার সকালে পা রঞ্জিত পরিচালিত আর্য ছবির সেটে গাড়ি উল্টে যাওয়ার দৃশ্যের জন্যে স্টান্ট করার সময় মারা যান স্টান্ট মাস্টার রাজু। তামিল ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় স্টান্টশিল্পী ছিলেন তিনি। কলিউডের বহু বড় বড় ছবিতে বিপজ্জনক সমস্ত স্টান্ট করেছেন মাস্টার রাজু। শুটিং চলাকালীন স্টান্ট দুর্ঘটনার সেই ভিডিও এবার ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

শুটিং সেটেই স্টান্টশিল্পীর মৃত্যু

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement