Radhika Merchant Haldi Look: নতুনত্বের ছোঁয়া রাধিকার গায়ে হলুদ লুকে, আসল ফুল দিয়ে বোনা ওড়নায় সেজেছিলেন আম্বানি পুত্রবধূ

এই বিশেষ দিনের জন্যে আসল ফুল দিয়ে বোনা ওড়না পরতে চেয়েছিলেন রাধিকা। পোশাকশিল্পী অনামিকা খান্না তাঁর জন্যে বানিয়েছিলেন সেই অভিনব ফুলের চাদর ওড়না।

Radhika Merchant's floral Haldi Look (Photo Credits: Instagram)

Radhika Merchant Haldi Look: আসল ফুলের গয়না, ফুল দিয়ে বোনা ওড়নায় নিজের গায়ে হলুদ অনুষ্ঠানের জন্যে সেজে উঠেছিলেন আম্বানিদের হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)। সোমবার সম্পন্ন হয়েছে মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকার গায়ে হলুদ অনুষ্ঠান (Anant Amabni and Radhika Merchant Haldi Ceremony)। অনুষ্ঠানে সামিল হয়েছিলেন বলিউড তারকারাও। তবে গায়ে হলুদ অনুষ্ঠানের জন্যে রাধিকার পোশাক ছিল একেবারে অনবদ্য, নতুনত্বের ছোঁয়ায় পরিপূর্ণ। এই বিশেষ দিনের জন্যে আসল ফুল দিয়ে বোনা ওড়না পরতে চেয়েছিলেন রাধিকা। পোশাকশিল্পী অনামিকা খান্না তাঁর জন্যে বানিয়েছিলেন সেই অভিনব ফুলের চাদর ওড়না। রাধিকার স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন অনিল কাপুরের কনিষ্ঠ কন্যা রিয়া কাপুর। গয়না থেকে শুরু করে পোশাক সব কিছুতেই ছিল আসন ফুলের স্পর্শ।

আরও পড়ুনঃ হলুদ মেখে ভূত রণবীর, অনন্ত-রাধিকার গায়ে হলুদ অনুষ্ঠানে নজর কাড়লেন কারা, দেখুন

রাধিকার গায়ে হলুদের লুক... 

 

View this post on Instagram

 

A post shared by Rhea Kapoor (@rheakapoor)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now