Radhe Shyam: প্রভাসের 'রাধেশ্যাম' কতক্ষণের সিনেমা, সেন্সরে কী সার্টিফিকেট পেল
দীর্ঘ প্রতীক্ষার পর বড় পর্দায় ফিরছে 'বাহুবলী'প্রভাসের সিনেমা। আ্গামী ১১ মার্ত রিলিজ করতে চলেছে প্রভাস অভিনীত 'রাধেশ্যাম'।

দীর্ঘ প্রতীক্ষার পর বড় পর্দায় ফিরছে 'বাহুবলী'প্রভাসের (Prabhas) সিনেমা। আগামী ১১ মার্ত রিলিজ করতে চলেছে প্রভাস অভিনীত 'রাধেশ্যাম' (Radhe Shyam)। মেগা বাজেটের এই সিনেমাটি আড়াই ঘণ্টার হতে চলেছে। করোনা, লকডাউনের কারণে রাধেশ্যাম-এর রিলিজের তারিখ বারবার পিছিয়েছে।
করোনা কমে দেশে স্বাভাবিক হয়ে ওঠার পর এটাই বলিউডের সবচেয়ে বড় রিলিজ হতে চলেছে। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই সিনেমা সেন্সরে 'U/A' সার্টিফিকেট পেল। ২০১৯ সালে রিলিজ হওয়া শাহো-র পর প্রভাসের এটাই প্রথম সিনেমা।
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)